LondonAge
📅 Saturday, 10 January 2026 🇧🇩 শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ 🕌 10th January 2026 হিজরি

তিশা এখন সংখ্যা নয়, মানে বিশ্বাসী

লিখেছেন: Londonage Desk | 20 May 2025, 10:43 PM

News Image
এক সময় টেলিভিশনের পর্দা খুললেই চোখে পড়ত তার মুখ। নাটক, টেলিছবি, বিজ্ঞাপন—সবখানেই ছিল নিয়মিত উপস্থিতি। বলছি, তানজিন তিশার কথা। এখন আর তাকে আগের মতো নিয়মিত দেখা যায় না। তবে যখনই পর্দায় আসেন দর্শকের জন্য ভিন্ন কিছু উপহার দেন। শুক্রবার এক পুরস্কার অনুষ্ঠানে দেখা মিলল তানজিন তিশার। পরিপাটি সাজ, আত্মবিশ্বাসী হাসি আর পরিণত চিন্তাধারায় যেন আরও পরিপক্ব একজন শিল্পী। সেখানেই তিনি জানালেন তার বর্তমান কাজের দর্শন- ‘‘বেশি কাজ নয়, মানসম্মত কাজ করতে চাই।’’ এই কথার ভেতরেই লুকিয়ে আছে অনেক অনুশীলন, অনেক অভিজ্ঞতা, অনেক ব্যথা আর ভালোবাসা। তিশার কথায়, “আমরা যারা অভিনয়শিল্পী, তারা বছরে অনেক কাজ করি। এর মধ্যে কোনো কাজ যদি আলাদা করে দর্শকের মনে দাগ কাটে, প্রশংসা পায় তবেই সার্থকতা। ‘ঘুমপরী’ ঠিক তেমনই একটি কাজ। এই ফিল্মটি করে আমি নিজের ভেতরেও নতুন কিছু আবিষ্কার করেছি।’’ ‘ঘুমপরী’ নামের ওয়েব ফিল্মটি মুক্তি পায় গত ২০ ফেব্রুয়ারি। প্রীতম হাসানের সঙ্গে রসায়ন, গল্পের নতুনত্ব— সব মিলিয়ে দর্শক প্রশংসা করেন কাজটির। তিশার কণ্ঠে এখনও এই কাজের রেশ। তিনি বলেন, “বলতে পারেন, আমি এখনো ‘ঘুমপরী’ থেকে পুরোপুরি বের হতে পারিনি।” তবে এখন আর কাজের সংখ্যায় দৌড়ান না তিনি। গল্প ভালো না লাগলে ‘না’ করে দেন। আগে পরিকল্পনা করেন, ভেতর থেকে চরিত্রটিকে অনুভব করেন, তারপর যুক্ত হন। তিশা বলেন, “আমি চেষ্টা করি কম কাজ করতে, কিন্তু সেই কাজগুলো যেন দর্শকের মনে থাকে। ঈদের জন্য যেসব কাজ করেছি, সেগুলোর মান নিয়ে আমি সন্তুষ্ট। আশাকরি দর্শকরাও তেমন কিছু পাবে।”
শেয়ার করুন:
Facebook X WhatsApp
মন্তব্য

এই সংবাদে এখনো কোনো মন্তব্য নেই।

লগইন করে মন্তব্য করুন।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ, বিশ্লেষণ এবং আপডেট পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।