LondonAge
📅 Saturday, 10 January 2026 🇧🇩 শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ 🕌 10th January 2026 হিজরি

শুটিং সেটে আহত তটিনী

লিখেছেন: Londonage Desk | 20 May 2025, 10:47 PM

News Image
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী চট্টগ্রামে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব। তৌসিফ জানান, “আমরা চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। আজ সন্ধ্যায় শুটিং সেটের একটি লাইট স্ট্যান্ড দুর্ঘটনাবশত তটিনীর মাথার ওপর পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সে ভালো আছে।” জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে অবস্থিত এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের নাটকের শুটিং চলছিল। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত সেটের একটি ভারী লাইট স্ট্যান্ড তটিনীর ওপর পড়ে যায়, এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুতই তাকে কাছের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়ায় তটিনীকে বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আপাতত কথা বলতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, হাসিব হোসাইন রাখি পরিচালিত ‘মন মঞ্জিলে’ নাটকটি আসন্ন ঈদুল আজহায় প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে।
শেয়ার করুন:
Facebook X WhatsApp
মন্তব্য

এই সংবাদে এখনো কোনো মন্তব্য নেই।

লগইন করে মন্তব্য করুন।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ, বিশ্লেষণ এবং আপডেট পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।