LondonAge
📅 Saturday, 10 January 2026 🇧🇩 শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ 🕌 10th January 2026 হিজরি

নৃত্যশিল্পী থেকে যেভাবে জেমসের জীবনসঙ্গী হয়ে উঠলেন নামিয়া

লিখেছেন: Londonage Desk | 23 Oct 2025, 11:36 PM

News Image
প্রেমের সূচনা & আমেরিকার পর্ব ২০২৩ সালের জুনে, লস অ্যাঞ্জেলেসে এক কনসার্টের পর পরিচয় হয় জেমসের ও নামিয়া আমিনের। এই নিয়তি-সন্ধ্যা থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। আমেরিকা সফর শেষে বাংলাদেশে ফিরলেও, হৃদয়ের টানে নামিয়া ছুটে আসেন জেমসের দেশে। পরিচয়ের এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় ঘনিষ্ঠ পরিবেশে বিয়ের পিঁড়িতে বসেন তারা। এরপর যৌথ বসবাস শুরু হয় বনানীর বাসায়। নৃত্যশিল্পী থেকে জীবনসঙ্গী নামিয়া আমিন মূলত যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ও-নৃত্যশিল্পী। তাঁর বাবা-মা নুরুল আমিন ও নাহিদ আমিন বর্তমানে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। নৃত্য থেকে প্রেমের অধ্যায়ে, তারপর হঠাৎ জীবনের সঙ্গী—এমন এক রূপকথার মতো গল্প এই। সন্তান ও নতুন দায়িত্বের আহ্বান বিয়ের এক বছরের মধ্যেই পরিবারের আলোয় ভাসে আরও এক সুখবর—২০২৫ সালের ৮ জুন স্থানীয় সময় রাত ৩:৩৫ মিনিটে নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম হয় তাঁদের প্রথম পুত্র সন্তান, নাম রাখা হয়েছে ‘জিবরান আনাম’। জেমস বলেন, “আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি… সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।এটি জেমসের তৃতীয় বিয়ে এবং নতুন পরিস্থিতিতে নতুন দায়িত্ব। অতীত সম্পর্ক ও সংসার জীবনের ইতিবৃত্ত জেমসের নতুন অধ্যায়ের আগে ছিল পুরোনো অধ্যায়: প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি (বিয়ে ১৯৯১, বিচ্ছেদ ২০০৩)। দ্বিতীয় স্ত্রী ছিলেন বেনজীর সাজ্জাদ (ভর্তি ২০০০-এর দিকে, বিচ্ছেদ ২০১৪)। প্রথম সংসারে রয়েছে একটি পুত্র ও একটি কন্যা; দ্বিতীয় সংসারেও একটি কন্যা। এবার নতুন পরিবারের সঙ্গে জীবনের এক নতুন অধ্যায়ে জেমস পা রাখছেন। এই নতুন পরিবার, নতুন দায়িত্ব, নতুন অনুভূতি—সব মিলিয়ে জেমসের জীবনে একটি টার্ণিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে বলছেন তাঁর বন্ধুরা। এই আবেগ-অনুভূতিই হয়তো তাঁর সৃষ্টিশীলতায় নতুন রঙ যোগ করবে; নতুন গান, নতুন ভাবনায়। জেমস ইতিমধ্যে বলেই দিয়েছেন, “অনেকদিন নতুন গান প্রকাশ পায়নি… কিন্তু এখন দ্রুত গান আসছেই।”
শেয়ার করুন:
Facebook X WhatsApp
মন্তব্য

এই সংবাদে এখনো কোনো মন্তব্য নেই।

লগইন করে মন্তব্য করুন।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ, বিশ্লেষণ এবং আপডেট পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।