📅 Saturday, 10 January 2026🇧🇩 শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬🕌 10th January 2026 হিজরি
বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না
লিখেছেন: Londonage Desk | 16 Nov 2025, 02:54 AM
মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর দেশীয় পতাকা হাতে তিনি গত অক্টোবরের শেষ সপ্তাহে প্রতিযোগিতার মূল আসর থাইল্যান্ডে উড়ে যান।
সেখানেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা বিতর্কের প্রেক্ষিতে মিথিলা একটি ভিডিও বার্তা দেন। ভিডিওতে নিজের দেশের মানুষদের আচরণ নিয়ে তিনি তীব্র হতাশা প্রকাশ করেন এবং তুলে ধরেন বিশ্বমঞ্চের কঠিন বাস্তবতা।
মিথিলা বলেন,
“বিদেশিরা আমাকে নিয়ে ট্রল করলে কিছু মনে হয় না। কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছেন আমি কী পরিমাণ পরিশ্রম করছি। এত বড় দেশের প্রতিনিধিত্ব করতে এসে প্রতিনিয়ত কত শৃঙ্খলা, কত সময়মতো কাজ, কত অনুশীলন করতে হয়—এসব সত্ত্বেও যদি নিজ দেশের মানুষের কাছ থেকে সামান্য প্রশংসাও না পাই, সেটা সত্যিই খুব কষ্টের।”
বিকিনি নিয়ে সমালোচনার জবাবে তিনি স্পষ্ট করে বলেন,
“আমি না চাইলে বিকিনি না পরেই থাকতাম। কিন্তু তাহলে আমি টপ থার্টিতে উঠতেই পারতাম না। আপনারা তো চান বাংলাদেশ ভালো করুক—জিতুক। সেই লক্ষ্যেই নিয়ম মেনে আমাকে এটি পরতে হচ্ছে। এখানে ধর্মীয় বিষয় আসলে প্রাসঙ্গিক নয়; প্রতিযোগিতার রুলসই এটাকে বাধ্যতামূলক করেছে।”
তিনি আরও যোগ করেন,
“এই মঞ্চ বিশাল। অসংখ্য দেশের সেরা প্রতিযোগীরা এখানে এসেছে, এবং প্রত্যেকেই অত্যন্ত দক্ষ। এদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে আরও ভালো করতে হবে—এবং সেই যাত্রায় আমার দেশের মানুষের সমর্থনটাই সবচেয়ে বেশি দরকার।”