📅 Saturday, 10 January 2026🇧🇩 শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬🕌 10th January 2026 হিজরি
৭২ বছরে পা রাখলেন রুনা লায়লা, শুভ জন্মদিন
লিখেছেন: Londonage Desk | 16 Nov 2025, 10:53 PM
(১৭ নভেম্বর) রুনা লায়লার জন্মদিন। কিংবদন্তি এই শিল্পীকে শ্রদ্ধা জানাতেই জন্মদিন উপলক্ষ্যে বিশেষ এই গানটি প্রকাশ করছে কোক স্টুডিও বাংলা।
‘দমা দম মাস্ত কালান্দার’ কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান। এর আগে সবশেষ গত ২৪ অক্টোবর প্ল্যাটফর্মটিতে ‘ক্যাফে’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছিল।
উল্লেখ্য, দীর্ঘ ৬০ বছরের গৌরবময় সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উর্দু ও ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান উপহার দিয়েছেন রুনা লায়লা।
বাপ্পি লাহিড়ীর প্রয়াণের দিনে তার সঙ্গে দুটি ছবি ফেইসবুকে পোস্ট করে রুনা লায়লা লিখেছেন, “প্রতিভাবান সুরকার ও সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর প্রয়াণের খবর শুনে আমি ভীষণ মর্মাহত ও দুঃখিত।“
বাপ্পী লাহিড়ী তার একজন ভালো বন্ধু ছিলেন বলে জানান রুনা লায়লা; তিনি বলেন, তার মতো প্রতিভাবান শিল্পীকে বিদায় জানানো কঠিন; তিনি নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে পারতেন।
“তিনি ছিলেন মজার একজন মানুষ। আমরা দুজন একসঙ্গে পৃথিবীর বিভিন্ন মঞ্চে গান গেয়েছি।”
বাপ্পি লাহিড়ীর মৃত্যুর আগের দিন সন্ধ্যা মুখোপাধ্যায় ও সপ্তাহ দুয়েক আগে লতা মঙ্গেশকর মারা গেছেন।
‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’ তো অনেক পরের কথা। তারও আগে, হিন্দি গানের সাদাকালো জগতে উপমহাদেশজুড়ে তোলপাড় ফেলে দেওয়া ‘ও মেরা বাবু ছৈল ছাবিলা’ কিংবা পাকিস্তানি চলচ্চিত্রের ক্ল্যাসিক ‘উনকি নজরোঁ সে মোহাব্বত’— এই গানগুলোও নিশ্চয়ই মনে আছে?
আজ ৭২ বছরে পা রাখলেন এই কিংবদন্তী, আর সেই সাথে পূর্ণ করলেন সংগীত জীবনের ৬০ বছর। এই দীর্ঘ সময়ে তিনি কেবল বাংলাদেশে নয়, উপমহাদেশজুড়ে পেয়েছেন বিপুল ভালোবাসা। ১৮টি ভাষায় গেয়েছেন দশ হাজারের বেশি গান। রুনা লায়লা যে এই উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সংগীত শিল্পী- এ কথা বলার অপেক্ষা রাখে না।
বিশেষ করে, বাংলাদেশের বাংলা গানকে তিনি বিশ্বের নানান দেশে পৌঁছে দিয়েছেন, নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ সহ অগণিত স্বীকৃতি।